এসএসকেএমে নতুন মোড়কে ভাঙা কাঁচি! প্রতিবাদ সার্ভিস ডক্টর্স ফোরামের

 সম্প্রতি এসএসকেএম হাসপাতালে নতুন প্যাকেটে ভাঙা কাঁচি পাওয়া গেছে। কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে রক্তমাখা গ্লাভস পাওয়া গিয়েছিল। বিভিন্ন হাসপাতালে মাঝে মাঝেই নতুন মোড়কে রক্তমাখা নিডল পাওয়া যাচ্ছে, আই ভি স্যালাইন বা অ্যানেস্থেটিক ড্রাগের পার্শ্বপ্রতিক্রিয়ায় রোগীর মৃত্যুও ঘটছে। এর প্রতিবাদ জানিয়ে ২৮ অক্টোবর সার্ভিস ডক্টর্স ফোরামের পক্ষ থেকে মুখ্যসচিবকে চিঠি দেওয়া হয়। সংগঠনের সম্পাদক ডাঃ সজল বিশ্বাস বলেন, মানুষের জীবন-মৃত্যু নিয়ে যে ভাবে ছেলেখেলা চলছে, তাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এক ধরনের অসাধু সিন্ডিকেট ও স্বাস্থ্য-মাফিয়ারা শাসকদল ও প্রশাসনের সক্রিয় মদতে যে দুর্নীতিচক্র চালাচ্ছে, তারই পরিণামে এই পরিস্থিতি। দীর্ঘদিন ধরে এরা চিকিৎসা-সরঞ্জাম ও ওষুধ নিয়ে মারণ-ব্যবসা চালিয়ে যাচ্ছে। সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে বহু বার স্বাস্থ্যভবনে প্রতিবাদ জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনও ব্যবস্থাই নেয়নি সরকার।

তাঁরা হুঁশিয়ারি দিয়ে জানান, এই ধরনের চূড়ান্ত অনৈতিক মারণ-ব্যবসা ও সিন্ডিকেট-রাজ অবিলম্বে বন্ধ না করলে চিকিৎসক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।