গত ২৫ অক্টোবর কলকাতার ভবানীপুরে জল জমে থাকা রাস্তায় হাঁটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক যুবক। ২৭ অক্টোবর, অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের (অ্যাবেকা) কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি শিবাজী দে-র নেতৃত্বে ৫ জনের এক প্রতিনিধিদল মৃত যুবকের পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে দেখা করে কথা বলেন। এর পর ভবানীপুর থানায় এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে অ্যাডিশনাল ওসির কাছে ডেপুটেশন দেওয়া হয়। তাঁর সঙ্গে এ বিষয়ে আলোচনাও হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত চলছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিষয়ে অ্যাবেকার পক্ষ থেকে সিইএসসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কলকাতা পুরসভার মেয়র-ইন-কাউন্সিল (লাইট অ্যান্ড ইলেকট্রিক) এবং এই এলাকার কাউন্সিলরকেও সমস্ত বিষয় সম্পর্কে অবহিত করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে নিহত যুবকের পরিবারকে সমবেদনা জানিয়ে সমস্ত রকম সাহায্য করার কথা বলা হয়েছে।