Breaking News

গ্রামের রাস্তা বন্ধে রেল দপ্তরের চেষ্টা, রুখে দিল বোয়ালদার মানুষ

প্রায় দু’বছর ধরে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থানার দুর্লভপুর ও পোড়ামাধইলের মাঝখানে রেললাইনে দুর্ঘটনা এড়াতে ওভারব্রিজ অথবা ২৪ ঘন্টা গার্ড সহ রেলগেটের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বোয়ালদার স্থানীয় মানুষ। গড়ে তুলেছেন বোয়ালদার অঞ্চল নাগরিক সুরক্ষা কমিটি। বারবার দরবার করেছেন রেল দপ্তর, জেলা প্রশাসন এমনকি বিজেপির সাংসদের কাছে দুই হাজার স্বাক্ষর সম্বলিত দাবিপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ফাঁকা প্রতিশ্রুতি ছাড়া।

এর মধ্যে ৩০ সেপ্টেম্বর রেললাইনের দুই পাশের গ্রামের রাস্তা বন্ধ করার জন্য রেল দপ্তর উদ্যোগ নিলে কমিটির লোকজন সাংসদকে জানান। তিনি জানান, রাস্তা আপাতত বন্ধ হবে না। কিন্তু নির্দিষ্ট দিনে যথারীতি রেলের লোকজন রাস্তা বন্ধ করতে গেলে ছাত্র ছাত্রীসহ এলাকাবাসীর প্রবল প্রতিরোধের মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হন।

আন্দোলনের দাবিকে গুরুত্ব না দিয়ে উল্টে ১৭টি গ্রামের মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করার এই সিদ্ধান্তে এলাকার লোকজন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর গত ৪ অক্টোবর সাংসদ সুকান্ত মজুমদারের কাছে কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। তিনি রাজ্যের উপর দায় চাপিয়ে দায়িত্ব সেরেছেন। এরপর এলাকার শতাধিক মানুষ বোয়ালদার অঞ্চল নাগরিক সুরক্ষা কমিটির ব্যানারে দৃপ্ত স্লোগানে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিতে যান। ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অতিরিক্ত জেলাশাসক ৭ জনের প্রতিনিধি দলের সঙ্গে বসেন এবং আগামী ২৫ অক্টোবর রেল দপ্তরের সাথে তিনি বৈঠকে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে জানান।