২৯ সেপ্টেম্বর সার্ভিস ডক্টর্স ফোরামের ১৩তম রাজ্য সম্মেলন উপলক্ষ্যে ‘স্বাস্থ্য দপ্তরের সীমাহীন দুর্নীতি ও দুর্বৃত্তায়নের পরিণতি অভয়াকাণ্ড– নৃশংসতার শেষ কোথায়’ শীর্ষক এক আলোচনা সভা কলকাতার নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন ডাঃ সজল বিশ্বাস। সভাপতিত্ব করেন ডাঃ প্রদীপ ব্যানার্জী, সঞ্চালনা করেন ডাঃ দুর্গাপ্রসাদ চক্রবর্তী। বক্তাদের মধ্যে ছিলেন ডাঃ অশোক সামন্ত, ডাঃ সুদীপ দাস, জুনিয়র চিকিৎসক আন্দোলনের অন্যতম নেতা ডাঃ শুভেন্দু মল্লিক, প্রাক্তন আইজিপি সুজিত কুমার সরকার, প্রাক্তন বিচারপতি অঞ্জলি সিনহা, ডাঃ বিপ্লব চন্দ্র প্রমুখ। সভায় অভয়ার বিচার না হওয়া পযর্ন্ত আন্দোলন চালুর ঘোষণা এবং ভবিষ্যত কর্মসূচি গ্রহণ করা হয়। সম্মেলনে ডাঃ দুর্গাপ্রসাদ চক্রবর্তীকে সভাপতি, ডাঃ সুদীপ দাসকে কার্যকরী সহ সভাপতি, ডাঃ সজল বিশ্বাসকে সাধারণ সম্পাদক এবং ডাঃ স্বপন বিশ্বাসকে সম্পাদক ও কোষাধ্যক্ষ করে ৭৩ জন সদস্যের একটা শক্তিশালী কেন্দ্রীয় কমিটি তৈরি করা হয়।