Breaking News

জাতীয় শিক্ষানীতি প্রতিরোধে মহান বিদ্যাসাগর জন্মদিবস ‘শিক্ষা বাঁচাও দিবস’ রূপে পালিত

২৬ সেপ্টেম্বর ভারতীয় নবজাগরণের পথিকৃৎ সেকুলার মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিবস জাতীয় শিক্ষানীতি প্রতিরোধে সারা বাংলা সেভ এডুকেশন কমিটির আহ্বানে ‘শিক্ষা বাঁচাও দিবস’ রূপে পালিত হল। জেলায় জেলায় এই উপলক্ষে অবস্থান ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মূল কর্মসূচিটি অনুষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কলেজ স্কোয়ারে। সভার আগে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় বক্তব্য রাখেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর, প্রাক্তন উপাচার্য এবং কমিটির সভাপতি অধ্যাপক চন্দ্রশেখর চক্রবর্তী, আইআইটি-র অধ্যাপক শান্তনু রায়, অধ্যাপক সুদীপ্ত দাশগুপ্ত প্রমুখ। বক্তারা দেখান জাতীয় শিক্ষানীতির মাধ্যমে কী ভাবে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার শিক্ষার সার্বিক বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণের পাশাপাশি অবৈজ্ঞানিক চিন্তাভাবনা পাঠক্রমে প্রবেশ করাচ্ছে। সভায় আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদে ও ন্যায়বিচারের দাবিতে প্রস্তাব পাঠ করা হয়। সারা বাংলা সেভ এডুকেশন কমিটির সহ-সম্পাদক ডঃ মৃদুল দাস সভা পরিচালনা করেন।