Breaking News

‘অভয়া’র ন্যায়বিচারের দাবিতে কুলতলীতে গণঅবস্থান

আর জি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে, কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং এলাকায় এলাকায় তৃণমূল কংগ্রেসের ‘থ্রেট কালচার’-এর বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগণায় কুলতলী থানার ঘটিহারানিয়া বাজারে ২৯ সেপ্টেম্বর এস ইউ সি আই (সি)-র উদ্যোগে গণঅবস্থানের ডাক দেওয়া হয়।

গোটা রাজ্যের মতো এই এলাকাতেও রেশন ডিলার, দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষের কাছ থেকে তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতীরা হুমকি দিয়ে বিপুল টাকা তুলছে। এর বিরুদ্ধে সাধারণ মানুষ জোট বেঁধে প্রতিবাদ করলে সেখানেও অত্যাচার চলে। এর প্রতিবাদে সভা করতে চাইলে কুলতলী থানা নানা অজুহাতে বার বার সভার অনুমতি বাতিল করে দেয়। শেষ পর্যন্ত হাইকোর্টের অনুমতি নিয়ে এই গণঅবস্থানের আয়োজন করা হয়।এ দিন প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শঙ্কর ঘোষ। বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক কমরেড জয়কৃষ্ণ হালদার, ডাঃ নীলরতন নাইয়া, আইনজীবী বাপীন বৈদ্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। গণঅবস্থানে বিপুল জনসমাগম হয়।