Breaking News

বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েজুনিয়র ডাক্তারদের ‘অভয়া’ ক্লিনিক

পাঁশকুড়ায় অভয়া ক্লিনিকে জুনিয়র ডাক্তারদের পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাচ্ছেন এলাকার মানুষ

বন্যাকবলিত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। আর জি করের ডাক্তারি ছাত্রীর ধর্ষণ ও খুনের ন্যায়বিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আন্দোলনের মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন, তাঁরা বন্যাদুর্গতদের মধ্যে চিকিৎসা করবেন। সরকার কিছু দাবি মেনে নেওয়ায় তাঁরা যেমন নিজ নিজ হাসপাতালে জরুরি পরিষেবা দিতে শুরু করেছেন, তেমনই প্রতিশ্রুতি অনুযায়ী চিকিৎসা সরঞ্জাম, ওষুধ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন দুর্গত মানুষদের মধ্যে।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিভিন্ন অঞ্চল, ডেবরা, হাওড়ার উদয়নারায়ণপুর, হুগলির খানাকুলসহ বিভিন্ন এলাকায় তাঁরা অভয়া ক্লিনিক করে অসংখ্য মানুষের চিকিৎসা করেছেন। সেখানে বন্যাজনিত বিভিন্ন রোগ এবং সুগার, প্রেসারের মতো রোগের ওষুধ নিয়মিত যাঁরা খান তাঁরাও এসেছেন চিকিৎসা করাতে। সেখানে আর জি কর আন্দোলনে নেতৃত্বকারী ডাঃ অনিকেত মাহাত, ডাঃ কিঞ্জল নন্দদের দেখে আপ্লুত এলাকার মানুষ। আর জি কর আন্দোলনের উত্তাপ তাদের বুকের কত গভীরে রয়েছে, তার পরিচয় পেলেন চিকিৎসকেরা। বাসে করে পাঁশকুড়া যাওয়ার সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষের উৎসাহ, চিকিৎসা শিবির করার জন্য সহযোগিতা– তাঁদের প্রতিটি আচরণে ব্যক্ত হচ্ছিল, ‘আমরাও রয়েছি আর জি করের পাশে’। শুধু ফুলের তোড়া নয়, মানুষের হৃদয়ের স্পর্শে আবেগমথিত হয়ে ফিরলেন চিকিৎসকরা, তাঁদের অপূরিত দাবি আদায়ের আন্দোলন পূর্ণ উদ্যমে করার জন্য।