Breaking News

সামাজিক আন্দোলনে জোর রোকেয়া নারী উন্নয়ন সমিতির সভায়

১৩ সেপ্টেম্বর কলকাতার মহাবোধি সোসাইটি হলে রোকেয়া নারী উন্নয়ন সমিতির সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও সোসাইটি ফর এমপাওয়ারমেন্টের রাজ্য সভাপতি বিচারপতি মলয় সেনগুপ্তের প্রয়াণে নীরবতা পালন ও ছবিতে মাল্যদান করা হয়। সভায় আর জি কর আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়। মুসলিম মহিলাদের অমানবিক তালাক প্রথা এবং পৈত্রিক সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার না থাকা ইত্যাদি বিষয় নিয়ে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা উঠে আসে বিভিন্ন বক্তাদের আলোচনায়।

আলোচনা করেন অধ্যাপক মোনালিসা পাত্র, স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক ঈশিতা সূর, অধ্যাপক সোফি মোল্লা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সবনম বৈদ্য, মনীষা ব্যানার্জী, ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের সানজিদা নার্গিস, ডাঃ সাইদুর রহমান, অধ্যাপিকা আফরোজা খাতুন প্রমুখ। সভাপতিত্ব করেন সমিতির প্রধান উপদেষ্টা সৌরভ মুখার্জী। তাঁর মূল আলোচনায় সামাজিক সংস্কার আন্দোলন শক্তিশালী করার উপর জোর দেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক উৎসা সারমিন।