Breaking News

শ্রমিক মৃত্যুতে ক্ষতিপূরণের দাবিএ আই ইউ টি ইউ সি-র

হাওড়া জেলার ঘুসুড়িতে ১৯ সেপ্টেম্বর ভোরে গুদামের ছাদ ভেঙে ৪ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘুসুড়ির জে এন মুখার্জী রোডের একটি ছাঁট কাপড়ের গুদামে ৯ জন শ্রমিক রাতে ঘুমোচ্ছিলেন। ভোরের দিকে হঠাৎ ছাদ ভেঙে পড়লে মুকেশ রায়, ভোলা যাদব, পিন্টু, রাজু মাহাতো নামে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটে। সকালে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি-র রাজ্য সম্পাদক অশোক দাস এ দিন এক বিবৃতিতে ক্ষোভের সাথে বলেন, এই ঘটনা আবার প্রমাণ করল মালিকরা মুনাফা অর্জনের জন্য শ্রমিকদের ব্যবহার করে, কিন্তু তাঁদের থাকা-খাওয়ার দায়িত্ব নেয় না। তাই কর্মরত শ্রমিকদের রাতে মাথা গোঁজার ঠাঁই হয় ভগ্নপ্রায় গুদামে। এই গুদামগুলোর রক্ষণাবেক্ষণের কোনও ব্যবস্থা নেই। এই বিষয়ে প্রশাসনও নির্বিকার। সংগঠনের দাবি– মৃত শ্রমিকদের পরিবারকে এককালীন ৩০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, মৃত শ্রমিকদের একজন নিকট আত্মীয়কে কাজ দিতে হবে, কর্মরত শ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব মালিক ও সরকারকে নিতে হবে, এই মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী গুদাম মালিককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।