Breaking News

বন্যাঃ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা বন্ধ করুক সরকারগুলি

বন্যাদুর্গত পাঁশকুড়ায় ত্রাণ এআইডিএসও-র

রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি প্রসঙ্গে এসইউসিআই(সি)-র রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১৮ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক বন্যায় হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বীরভূম প্লাবিত হয়েছে। ডিভিসি থেকে যে হারে জল ছাড়া হয়েছে তাতে বন্যা হওয়া স্বাভাবিক। বাঁধগুলির জলধারণ ক্ষমতা বাড়ানো, নিকাশি ব্যবস্থার উন্নতি করা এবং নিয়ন্ত্রিতভাবে জল ছাড়া– এ সবের কোনওটাই কেন্দ্রীয় সরকার করেনি। অন্য দিকে নদী বাঁধগুলির সংস্কার এবং কাঁসাইয়ের মতো নদীগুলির ড্রেজিং করে বহন ক্ষমতা বৃদ্ধি করা রাজ্য সরকারের দায়িত্ব। ঘাটাল মাস্টার প্ল্যানের গল্প দুই সরকার এবং তাদের জনপ্রতিনিধিদের বন্যা আর ভোটের সময়ই কেবল মনে পড়ে।

মুখ্যমন্ত্রী প্রতি বছর ‘ম্যান মেড’ বন্যার কথা বলেন এবং শাসকদলের নেতারা ত্রাণ নিয়ে দলবাজি করেন। মানুষের জীবন নিয়ে দায়িত্বজ্ঞানহীন ছেলেখেলা করার এই হীন রাজনীতির আমরা তীব্র বিরোধিতা করছি। অবিলম্বে কৃষক সহ সকল দুর্গত মানুষের উদ্ধার, সুরক্ষিত জায়গায় সরিয়ে নেওয়া এবং তাঁদের খাদ্যদ্রব্য, ওষুধপত্র সহ উপযুক্ত ত্রাণ ও ক্ষতিপূরণের ব্যবস্থার দাবি আমরা করছি।