Breaking News

অভয়ার ন্যায়বিচার ও শিক্ষা বাঁচানোর দাবিতে ছাত্রদের মহামিছিল

আর জি কর হাসপাতালে পিজিটি চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের দ্রুত তদন্ত, প্রকৃত দোষীদের শাস্তি এবং সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে ৩ সেপ্টেম্বর এআইডিএসও-র আহ্বানে ছাত্র মহামিছিল হয় কলকাতায়। রাজ্যের সমস্ত জেলার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কলেজ স্ট্রিটের সমাবেশস্থলে আসেন। সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভাপতি কমরেড মণিশঙ্কর পট্টনায়ক। বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য পল্লব পেগু, রাজ্য কমিটির সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায় প্রমুখ।

সমাবেশ শেষে প্রায় ২৫ হাজার ছাত্রের সুসজ্জিত মিছিল কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজারের দিকে অগ্রসর হয়। মিছিলের দাবি ছিল আর জি কর মেডিকেল কলেজের নৃশংসতায় যুক্ত দোষীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে, নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে প্রভৃতি। মিছিল শেষে শ্যামবাজার মোড়ে একটি বিক্ষোভ সভা হয়। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সামসুল আলম। মিছিলে অংশগ্রহণকারী প্রতিনিধিরা প্রত্যেকেই আগামী দিনে জেলায় জেলায় শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষার অঙ্গীকারে লড়াই-আন্দোলন তীব্রতর করার শপথ নেন।