Breaking News

বিদ্যুৎ গ্রাহক আন্দোলন

দার্জিলিং-এ গ্রাহক অবস্থান

দার্জিলিং-এ গ্রাহক অবস্থানঃ স্মার্ট মিটার বাতিল ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে দার্জিলিং জেলায় শিলিগুড়ির হাশমি চকে গ্রাহক অবস্থান কর্মসূচি পালিত হয় ও ১৯ সেপ্টেম্বর কলকাতায় আইন অমান্য সফল করার আহ্বান জানানো হয়।

বাঁকুড়ায় সভাঃ বর্ধিত মিনিমাম চার্জের বোঝায় বাঁকুড়ার মানুষের রুজি-রোজগার ব্যাহত হচ্ছে। ক্ষুদ্রশিল্পকে কেন্দ্র করে যতটুকু কাজকর্মের সুযোগ তৈরি হচ্ছিল, তা ধ্বংস হয়ে পড়ছে। আটাকল, ধানকল, গমকলে বিদ্যুতের লাইন কাটা পড়ছে। কৃষিবিদ্যুৎ গ্রাহকদের অবস্থাও শোচনীয়। কোম্পানি সামান্য বাঁশের খুঁটি পাল্টাতে পারছে না, অথচ লোকলস্কর নিয়ে স্মার্ট মিটার লাগানোর জবরদস্তি চালিয়ে যাচ্ছে।এই অবস্থার প্রতিকারে ৫ সেপ্টেম্বর বাঁকুড়ার কোতুলপুরের লেদ হলে কৃষি, ক্ষুদ্রশিল্প ও গৃহস্থ সহ সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে অ্যাবেকার আহ্বানে একটি সভা হয়। গ্রাহকরা তাদের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরেন। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস। আন্দোলনের ফলে যে তিনটি দাবি আদায় হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত ভাবে বলেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সম্পাদক স্বপন নাগ ও ব্লক সম্পাদক গোবিন্দ ঘোষ।