সুন্দরবনে মৎস্যজীবীদের জলপথ অবরোধ

আর জি করের ধর্ষণ হত্যার ন্যায়বিচার চেয়ে আওয়াজ উঠল নদীর বুকেও। ২৯ আগস্ট সাউথ সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের ডাকে বন বিভাগের রামগঙ্গা রেঞ্জের চুলকাটি ক্যাম্পে মৎস্যজীবীরা নৌ-যান নিয়ে বিক্ষোভ দেখান। তাঁরা তাঁদের পেশাগত দাবিগুলি দ্রুত নিষ্পত্তির দাবি জানান। তাঁদের দাবি– সুন্দরবনের নদী ও খাড়িতে মাছ ও কাঁকড়া ধরার অধিকার বহাল রাখতে, যে সমস্ত মৎস্যজীবীর মাছ ধরা বন্ধ করা হয়েছে তাদের বিকল্প কাজের ব্যবস্থা সরকারকে করতে হবে, সরকারি ঘোষণা অনুযায়ী বাঘ, কুমির, হিংস্র জন্তুর আক্রমণে ও প্রাকৃতিক দুর্যোগে মৃত মৎস্যজীবী পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে, বনদপ্তরের অত্যাচার জুলুম হয়রানি ও জরিমানা নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। তাঁরা দাবি করেন, আর জি কর মেডিকেল কলেজে অত্যাচারিত ও নিহত ট্রেনি ডাক্তারের বিচার অতি দ্রুত সম্পন্ন করতে হবে।

এই বিক্ষোভ কর্মসূচির কথা আগাম জানানো সত্তে্বও ক্যাম্পের তালা বন্ধ থাকায় চুলকাটি প্রোটেকশন ক্যাম্প ও সংলগ্ন নদী অবরোধ করে রাখেন মৎস্যজীবীরা। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ৪ সেপ্টেম্বর থেকে লাগাতার সুন্দরবনের সমস্ত বিট অফিস, রেঞ্জার অফিসে উল্লেখিত দাবির ভিত্তিতে বিক্ষোভ চলবে। এই বিক্ষোভে রায়দিঘি-পাথরপ্রতিমা-নামখানা-কাকদ্বীপ-কুলতলী-ক্যানিং-বাসন্তী-গোসাবা থেকে শত শত মৎস্যযান সহ মৎস্যজীবীরা সামিল হন। আন্দোলনে নেতৃত্ব দেন ইউনিয়নের সম্পাদক হারাধন ময়রা, সভাপতি অমল সাউ সহ অন্যান্যরা।