Breaking News

আর জি করের ঘটনার প্রতিবাদে বিজ্ঞানী-বিজ্ঞানকর্মীরা রাস্তায়

আর জি করের ঘটনার প্রতিবাদে ২৪ আগস্ট বিজ্ঞানী সমাজের ডাকে কলকাতায় রাজাবাজারের বসু বিজ্ঞান মন্দির থেকে শ্যামবাজার পর্যন্ত এক প্রতিবাদী পদযাত্রা সংগঠিত হয়। প্রবল প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এই পদযাত্রায় পা মেলান বহু বিজ্ঞানী, অধ্যাপক, গবেষক, শিক্ষক, ছাত্রছাত্রী সহ বিজ্ঞানপ্রেমী মানুষ।

বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক পার্থপ্রতিম মজুমদার (প্রতিষ্ঠাতা ডিরেক্টর, এনআইবিএমজি), অধ্যাপক সৌমিত্র ব্যানার্জী (প্রাক্তন ডিরেক্টর, আইআইএসইআর কলকাতা) অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় (আন্তর্জাতিক ইনসা ভূবিজ্ঞানী) সহ অসংখ্য বিজ্ঞানী, গবেষক অধ্যাপক, শিক্ষক ও বিজ্ঞান অনুরাগী মানুষ এই পদযাত্রায় অংশ নেন। ডঃ মজুমদার বলেন, সমাজের সর্বস্তরের মানুষের মতো আমরাও বিবেকের তাড়নায় আজ প্রতিবাদে সামিল হয়েছি। অধ্যাপক ব্যানার্জী বলেন, যুগে যুগে সকল বরেণ্য বিজ্ঞানী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন। আজ এই অসহনীয় সামাজিক ব্যাধির প্রতিকার না করে বিজ্ঞানীরা কেবল ল্যাবরেটরিতে নিজেদের আটকে রাখলে তা অন্যায় হবে। আগামী দিনে আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান ভূ-বিজ্ঞানী অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। বিজ্ঞানী সমাজের পক্ষ থেকে দাবি তোলা হয়, প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় এই প্রতিবাদ-আন্দোলন চলবে।