Breaking News

আর জি কর সংলগ্ন স্থানে জমায়েত নিষিদ্ধ সরকারের স্বৈরাচারী পদক্ষেপ

আর জি কর হাসপাতাল সংলগ্ন এলাকায় মানুষের প্রতিবাদ স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। এর প্রতিবাদ করে ১৮ আগস্ট এসইউসিআই(কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, আরজি করের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে মিছিল, মিটিং, ধরনা প্রভৃতি নিষিদ্ধ করতে পূর্বতন শাসকদের মতোই তৃণমূল কংগ্রেস সরকার চলমান আন্দোলনের মূলকেন্দ্র আরজি কর হাসপাতাল ও তার চারপাশের বিস্তীর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের ১৬৩(১) ধারা বলবৎ করেছে। এই পদক্ষেপ তাদের স্বৈরাচারী স্বরূপকেই প্রকাশ করল। আমরা এর তীব্র বিরোধিতা করছি।

পাশাপাশি, অবিলম্বে এই স্বৈরাচারী ধারা প্রত্যাহার করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে অপরাধীদের সকলকে গ্রেপ্তার, নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের দুষ্টচক্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমরা করছি।