Breaking News

শ্লীলতাহানি, মেচেদায় বিক্ষোভ

২৫ জুলাই রাতে মেচেদা স্টেশনের ফুট-ওভারব্রিজে দুষ্কৃতীরা এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানি করে। তাঁর মা বাধা দিতে গেলে তিনিও আক্রান্ত হন। ঘটনার প্রতিবাদে এবং রেলযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, ওভারব্রিজে দ্রুত সি সি ক্যামেরা লাগানো, দোষী ব্যক্তিকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৭ জুলাই এস ইউ সি আই (কমিউনিস্ট) মেচেদা লোকাল কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধিদল স্টেশন ম্যানেজার, আরপিএফ ও জিআরপি কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেয়।

পরে এক প্রতিনিধি দল আতঙ্কিত কলেজ ছাত্রীর বাড়ীতে গিয়ে ছাত্রী ও তার মায়ের সাথে কথা বলে পাশে থাকার বার্তা দেন। ছাত্র সংগঠন এআইডিএসও এবং মহিলা সংগঠন এআইএমএসএস-এর পক্ষ থেকে মেচেদা এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।