Breaking News

কেন্দ্রীয় বাজেট কৃষক বিরোধী — এ আই কে কে এম এস

কেন্দ্রীয় বাজেট চূড়ান্ত জনবিরোধী ও কৃষকবিরোধী– এ আই কে কে এম এস-এর সর্বভারতীয় সভাপতি সত্যবান ও সম্পাদক শংকর ঘোষ ২৩ জুলাই এক বিবৃতিতে এ কথা বলেন। তাঁরা বলেন, একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থে এই বাজেট রচিত হয়েছে। মিথ্যা প্রতিশ্রুতিতে ভরা এই বাজেটে কৃষক জীবনের সমস্যা সমাধানে সুনির্দিষ্ট কোনও দিশা নেই। ফসলের উৎপাদন খরচের দেড়গুণ হারে এমএসপি নির্ধারণ ও এমএসপিকে আইনসঙ্গত করা, সরকারি উদ্যোগে সরাসরি চাষির কাছ থেকে ফসল কেনা, বিদ্যুৎ বিল-২০২৩ বাতিল করা, আইনে কৃষি মজুরদের আরও ব্যাপকভাবে কাজ দেওয়া, কৃষক ও খেতমজুরদের ঋণ মকুব ও পেনশন ইত্যাদি ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক দাবি আদায়ের জন্য এ দেশের কৃষক-খেতমজুররা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন। আজ পর্যন্ত কোনও দাবি কেন্দ্রীয় সরকার মানেনি শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি সরকার জনগণকে এই বলে প্রতারণা করছে যে, তারা কৃষকের ফসলের উৎপাদন খরচের দেড় গুণের বেশি এমএসপি দিচ্ছে। এটা চূড়ান্ত মিথ্যা কথা। ফসলের যে এমএসপি সরকার ঘোষণা করেছে তা ফসলের উৎপাদন খরচের দেড়গুণের চেয়ে অনেক কম। একচেটিয়া পুঁজির স্বার্থবাহী এই কেন্দ্রীয় বাজেটে এবার চাষিদের অস্তিত্ব বিপন্ন। বাঁচার স্বার্থে কৃষকরা দেশব্যাপী আরও শক্তিশালী আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।

এই গণতান্ত্রিক দাবিগুলি আদায়ের জন্য এক শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে এ আই কে কে এম এস দেশের সমস্ত জনসাধারণ বিশেষ করে কৃষক ও খেতমজুরদের কাছে আহ্বান জানাচ্ছে।