Breaking News

আর্সেনিক দূষণ প্রতিরোধ সংগ্রামের অক্লান্ত যোদ্ধা ডঃ দীপঙ্কর চক্রবর্তীর স্মরণ সভা

70 Year 32 Issue 30 March 2018

আর্সেনিক দূষণ প্রতিরোধ কমিটির আহ্বানে ২২ মার্চ ডঃ দীপঙ্কর চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত হয় কলকাতার মহাবোধি সোসাইটি হলে৷ শোক প্রস্তাবে বলা হয়, ‘‘এই উপমহাদেশে পানীয় জলে আর্সেনিক দূষণের ভয়াবহতা সম্পর্কে আমাদের সচেতন করেছিলেন মহান মানবদরদি বিজ্ঞানী ডঃ দীপঙ্কর চক্রবর্তী৷ ভারতবর্ষ ও বাংলাদেশের একের পর এক গ্রামে তিনি নিজে সমীক্ষক দল সহ ঘুরে ঘুরে জলের নমুনা সংগ্রহ করেছেন এবং সেই জল পরীক্ষা করে আর্সেনিক দূষণের বাস্তব চিত্র তুলে ধরেছেন মানুষকে সচেতন করার জন্য৷ আর্সেনিক দূষণের হাত থেকে সমাজকে মুক্ত করার সঠিক বিজ্ঞানসম্মত পথও আমাদের সামনে তিনি তুলে ধরেছিলেন৷ এই কাজে তিনি প্রবল বাধার সম্মুখীন হয়েছিলেন৷ কিন্তু কোনও বাধাই এই মানবদরদি বিজ্ঞানীকে নিরস্ত করতে পারেনি৷ আর্সেনিক মুক্ত পানীয় জল ও আর্সেনিক আক্রান্তদের চিকিৎসার দাবিতে গড়ে ওঠা আর্সেনিক দূষণ প্রতিরোধ কমিটির তিনি ছিলেন প্রধান উপদেষ্টা৷ আর্সেনিক দূষণ প্রতিরোধ আন্দোলনে তিনি আমাদের সর্বদা উৎসাহ দিয়েছেন এবং সাহায্য করেছেন৷ ২৮ ফেব্রুয়ারি তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷

তাঁর মৃত্যুতে আর্সেনিক দূষণ প্রতিরোধ আন্দোলনের অপূরণীয় ক্ষতি হল৷ তিনি চাইতেন এই উপমহাদেশের সকল মানুষ আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল পাক৷ পরিশ্রুত পানীয় জল সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত সংগ্রাম করেছিলেন ডঃ দীপঙ্কর চক্রবর্তী৷’’

এই সভায় ডঃ দীপঙ্কর চক্রবর্তীর আর্সেনিক দূষণ প্রতিরোধ সংগ্রাম সহ জীবনের বিভিন্ন দিক নিয়ে বহু বিশিষ্টজন স্মৃতিচারণ করে আলোচনা করেন৷