Breaking News

বাজেটে স্কিমওয়ার্কারদের প্রতি প্রতারণা

দেশে প্রায় দু’কোটি মহিলা শ্রমিক কেন্দে্রর নানা গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রে কাজ করেন। তার মধ্যে বেশ কিছু সরকারি পরিষেবা ক্ষেত্রে সরকারি কর্মীর মতো কাজ করেন আশা, অঙ্গনওয়াড়ি, পৌর স্বাস্থ্যকর্মী ও মিড-ডে মিল কর্মীরা। কেন্দ্রীয় সরকার বহু প্রতিশ্রুতি দেওয়া সত্তে্বও বাজেটে এই সমস্ত কর্মীদের জন্য কোনও বরাদ্দ বৃদ্ধি তো করেইনি, বরং প্রকল্পগুলিতে বরাদ্দ বিগত বছরের থেকে আরও কমিয়ে দিয়েছে। সরকার এমনিতেই এই সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির বেসরকারিকরণ করে প্রকল্পের নামে কর্মীদের ছিটেফোঁটা কিছু ধরিয়ে দিয়ে চূড়ান্ত ভাবে বঞ্চিত করছে, নায্য পাওনা দিচ্ছে না। আন্দোলনের চাপে নানা সময় প্রতিশ্রুতি দিলেও বাজেটে তা পূরণের কোনও চিহ্ন নেই। স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া এই বাজেটের প্রতিবাদ জানিয়েছে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ইসমত আরা খাতুন ও কৃষ্ণা প্রধান, ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের মাধবী পণ্ডিত, সারা বাংলা মিড ডে মিল ইউনিয়নের সুনন্দা পণ্ডা, পশ্চিমবঙ্গ স্বাস্থ্যকর্মী ইউনিয়নের কেকা পাল, পৌলমী করঞ্জাই এক যৌথ বিবৃতিতে বলেন, তাদের সরকারি কর্মীর মতোই সুযোগ-সুবিধা দিতে হবে ও এই খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে।