Breaking News

জুনপুটে ক্ষেপণাস্ত্র কেন্দ্রের প্রতিবাদে গণবিক্ষোভ

কাঁথির উপকণ্ঠে জুনপুটে হাজার হাজার মৎস্যজীবী ও গ্রামবাসীকে জীবন-জীবিকা থেকে উচ্ছেদ করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং হরিপুরে পরমাণু চুল্লি স্থাপন করার সরকারি প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ২৪ জুলাই এস ইউ সি আই (সি) দলের নেতৃত্বে কাঁথি শহরে মিছিল করে মহকুমা শাসক দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। দলের পূর্ব মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক অশোকতরু প্রধান বলেন, যদি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র করতেই হয়, তা হলে অন্য কোনও জনবিহীন স্থানে করা হোক। কিন্তু কোনও ভাবেই হাজার হাজার মৎস্যজীবী ও সাধারণ মানুষের রুটি রুজির অধিকার কেড়ে নিয়ে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে জুনপুটকে সামরিক ঘাঁটি বানানো চলবে না। তিনি বলেন, জুনপুটে হরিপুরে পর্যটন কেন্দ্র এবং মৎস্য সংরক্ষণ শিল্প হোক। উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য উৎপল প্রধান, মানস প্রধান প্রমুখ নেতৃবৃন্দ। দলের কর্মী-সমর্থকরা ছাড়াও বহু সাধারণ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।