দেশে পুলিশি রাজ কায়েম করতে চায় বিজেপি সরকার — এস ইউ সি আই (সি)

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১ জুলাই এক বিবৃতিতে বলেন,

জনসাধারণ এবং আইনবিদ সহ অন্যান্য প্রখ্যাত ব্যক্তিদের মতামত অগ্রাহ্য করে কেন্দ্রের বিজেপি সরকার ১ জুলাই থেকে তিনটি কালা ফৌজদারি আইন চালু করে দিল। সরকারের দাবি, ঔপনিবেশিক আমলে তৈরি পুরনো আইন পরিবর্তনের জন্যই এই নতুন আইন আনা হয়েছে। কিন্তু বাস্তবে এই নতুন আইন আগের তুলনায় অনেক বেশি নির্মম ও দানবীয়। এই আইন দেশে পুলিশি রাজ কায়েম করবে। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, বিজেপি সরকার গত দশ বছর ধরে যে অঘোষিত জরুরি অবস্থা ও ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন জারি রেখেছে, তারা সেটাই চালিয়ে যেতে চায়। এর মধ্য দিয়ে মেহনতি মানুষের জীবন আরও দুর্বিষহ করে তুলতে চায় তারা।

 আমরা এই আইনগুলি অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি এবং সমস্ত গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষ, আইনবিদ ও বুদ্ধিজীবীদের এই দাবিতে ঐক্যবদ্ধ ভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।