Breaking News

তামিলনাড়ুতে বিষমদে মৃত্যুর ঘটনার প্রতিবাদ

তামিলনাড়ুতে বিষমদ খেয়ে ৫৭ জনের মৃত্যু ও ১৫৬ জনের অসুস্থতার জন্য ডিএমকে সরকারের তীব্র নিন্দা করে এস ইউ সি আই (সি) রাজ্য সম্পাদক কমরেড এ রেঙ্গাস্বামী এক প্রেস বিবৃতিতে বলেন, তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় ২০ জুন দুই মহিলা সহ এতগুলি মানুষের মৃত্যু হয়েছে সরকারের অপদার্থতার কারণে। গত বছরে মারাক্কানাম শহরের একটি ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছিল। তখন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে, তাদের গ্রেপ্তার করবে এবং পুলিশের বিশেষ বাহিনী এ ব্যাপারে নজরদারি চালাবে ও সাপ্তাহিক রিপোর্ট দেবে সরকারকে। এটা স্পষ্ট, সে-সব ছিল নিছক কথার কথা।

আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি– পুলিশ-প্রশাসনের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট কর্তা, রাজনীতিক, নেতা-মন্ত্রীদের অপরাধীদের তালিকায় রাখতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি সরকারকে বলেন, মৃতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ, পরিবারের অন্তত এক জনকে বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা ও কাজ দিতে হবে। চিকিৎসারতদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং বিনামূল্যে চিকিৎসার দাবি জানান তিনি। রাজ্যে মদ এবং মাদকদ্রব্য উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্র-যুব ও মহিলাদের আবেদন জানান তিনি।