বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে আসামের দরং-এ গ্রাহক বিক্ষোভ

আসামের বিজেপি সরকার নানা অজুহাতে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করে চলেছে। কিন্তু ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি পালনে সরকার চরম ব্যর্থ। অন্য দিকে জনসাধারণের তীব্র আপত্তিকে অগ্রাহ্য করে সরকার কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে প্রিপেড স্মার্ট মিটার সংযোগ করে চলেছে। চলছে বিদ্যুৎ শিল্প বেসরকারিকরণের পরিকল্পনা।

এর বিরুদ্ধে রাজ্যের সর্বত্র গ্রাহক আন্দোলন গড়ে উঠছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের অবিভক্ত দরং জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে ১৪ জুন টংলায় স্থানীয় বিদ্যুৎ দপ্তরে গণবিক্ষোভ হয়।