Breaking News

পৌর সমস্যা সমাধানের দাবি আগরতলায়

বিজেপির ‘ডবল ইঞ্জিন’ রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলার নাগরিকরা ন্যূনতম পৌর পরিষেবা থেকেও বঞ্চিত। মশার উপদ্রব মাত্রাছাড়া। মশা নিয়ন্ত্রণে আগরতলা পৌরসভার কোনও উদ্যোগ নেই।

পানীয় জলের সংকট পুরনো আগরতলা শহর সহ বর্ধিত এলাকাগুলিতে ভয়াবহ হয়ে উঠেছে। এ ছাড়াও স্ট্রিট লাইট, ড্রেন ইত্যাদির হাল শোচনীয়। বর্জ্য সংগ্রহ ও তার ব্যবস্থাপনার কোনও চিহ্ন নেই। অন্যান্য পৌর পরিষেবার ক্ষেত্রে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, মিউটেশন ইত্যাদি পেতে চরম হয়রানির শিকার নাগরিকরা। পৌরসভা তার বহু কাজ আউটসোর্সিং করে বেসরকারি এজেন্সিকে দেওয়ায় হয়রানি আরও বাড়ছে।

এই সমস্ত সমস্যাগুলি সমাধানের দাবিতে ২৪ মে আগরতলার সিটি সেন্টারে বিক্ষোভ দেখাল এস ইউ সি আই (কমিউনিস্ট)। মেয়রের কাছে নাগরিক দাবি সংবলিত স্মারকলিপি দেন দলের আগরতলা জেলা সম্পাদক সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল।