Breaking News

নির্বাচন নিয়ে নাগরিক সভা বাঁকুড়ায়

‘ভোটের দ্বারা জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলির সমাধান সম্ভব কি’ বিষয়ক আলোচনা সভা আয়োজন করেছিল ‘শিবদাস ঘোষ মেমোরিয়াল কমিটি’ বাঁকুড়া জেলা। ২০ মে বাঁকুড়ার সিএমওএইচ সভাগৃহে তা পরিচালনা করেন কমিটির সম্পাদক ও শিক্ষক রঞ্জিত মাহাত।

আলোচনায় অংশ নেন কমিটির সভাপতি ডাঃ নীলাঞ্জন কুণ্ডু, সহ সভাপতি ডাঃ সুভাষ মণ্ডল, সহ সভাপতি ডাঃ সজল বিশ্বাস, পরিসংখ্যানবিদ লবকুমার খাঁ, প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার সুবোধ সিংহ, অধ্যাপক বিভাস সরকার, শিক্ষক সুবোধ কুমার বল, স্বাস্থ্য দপ্তরের কর্মী অমৃত ও জয়দেব পাল। উপস্থিত ছিলেন শিক্ষক নেতা ও সমাজকর্মী শিশির সরকার ও নাট্যব্যক্তিত্ব ও লেখক মধুসূদন দরিপা। বক্তারা নানা দৃষ্টিকোণ থেকে তাঁদের বক্তব্য রাখেন। মুখ্য আলোচক ছিলেন রাজনৈতিক বিশ্লেষক কমল সাঁই। আলোচনায় উঠে আসে, পুঁজিবাদী ব্যবস্থায় নির্বাচনে শুধুমাত্র সরকারের পরিবর্তন ঘটে। রাষ্ট্রের শোষণমূলক চরিত্রের কোনও পরিবর্তন ঘটে না। ফলে সেই দলের প্রার্থীকেই ভোট দেওয়া জরুরি যারা জনস্বার্থে আন্দোলন গড়ে তোলায় পরীক্ষিত।