দেশের জনগণ এবং কৃষকদের প্রতি মোদি সরকারের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে, দিল্লিতে কৃষক আন্দোলনের ফলশ্রুতিতে কৃষকদের সাথে কেন্দ্রীয় সরকারের চুক্তিগুলি বাস্তবায়িত করা, নয়া শ্রম কোড, বিদ্যুৎ বিল ২০২০ ও স্মার্ট মিটার বাতিল, সারের কালোবাজারি বন্ধ, উত্তরপ্রদেশে লখিমপুর খেরিতে ৮ কৃষককে হত্যায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা অজয় মিশ্র ও তার পুত্রকে গ্রেপ্তার করা, দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনে নেতৃত্বের উপর থেকে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ২৬ জানুয়ারি সংযুক্ত কিসান মোর্চার নেতৃত্বে এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সহযোগিতায় দেশের জেলায় জেলায় ট্রাক্টর, মোটর সাইকেল ও সাইকেল মিছিল হয়।
পশ্চিমবঙ্গের জেলা ও ব্লকগুলিতে এআইকেকেএমএস-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, কোচবিহার, নদিয়া, উত্তর ২৪ পরগণা ইত্যাদি জেলায় শত শত চাষি ও খেতমজুর এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।