বিশাল বিদ্যুৎ গ্রাহক সমাবেশ আসামে

অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (এএইসিএ)-র ডাকে আসামের জেলাগুলি থেকে আসা সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহককে নিয়ে গুয়াহাটির লক্ষ্মীধর বরা মাঠে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হল বিশাল গ্রাহক সমাবেশ। সমস্বরে দাবি উঠল– বিদ্যুতের মাশুল বাড়ানো চলবে না, স্মার্ট মিটার ও বিদ্যুতের বেসরকারিকরণ বন্ধ করতে হবে।

সমাবেশ পরিচালনা করেন বিদ্যুৎ আন্দোলনের নেতা অজিত আচার্য। উদ্বোধনী ভাষণ দেন আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার বিমল দাস। প্রধান বক্তা ছিলেন অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় কার্যকরী সভাপতি সমর সিংহ। সংগঠনের রাজ্য আহ্বায়ক ও জেলা নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। দাবিগুলির সমর্থনে গত তিন মাস ধরে রাজ্য জুড়ে যে গণস্বাক্ষর সংগৃহীত হয়েছে, এদিন সমাবেশ থেকে এক স্মারকলিপি সহ তা মুখ্যমন্ত্রীর দফতরে জমা দেওয়া হয়।