এআইএমএসএস-এর রাজনৈতিক ক্লাস

অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে ১৫-১৭ ডিসেম্বর রাজনৈতিক ক্লাস পরিচালিত হয় ঘাটশিলার মার্ক্সবাদ-লেনিনবাদ-শিবদাস ঘোষ শিক্ষাকেন্দ্রে। ‘বিপ্লবী কর্মীদের আচরণবিধি’ এবং ‘মহিলা কর্মীদের কর্মপদ্ধতি প্রসঙ্গে’– বই দুটি নিয়ে চারটি পর্বে ক্লাসে আলোচনা হয়। ক্লাসটি পরিচালনা করেন এস ইউ সি আই (সি)-এর পলিটবুরো সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। রাজ্যের সমস্ত জেলা থেকে চারশো জন প্রতিনিধি এতে অংশ নেন। উপস্থিত ছিলেন এআইএমএসএস-এর রাজ্য সভানেত্রী কমরেড সুজাতা ব্যানার্জী, সম্পাদক কমরেড কল্পনা দত্ত এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড ছবি মহান্তি ও সভানেত্রী কমরেড কেয়া দে। ছিলেন দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অনুরূপা দাস। দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ক্লাসের শেষ পর্বটিতে উপস্থিত হয়ে, নিজেদের বিপ্লবী আন্দোলনের উপযোগী করে গড়ে তোলার আবেদন জানান প্রতিনিধিদের।