দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে ১৫ সেপ্টেম্বর থালা বাজিয়ে বিক্ষোভ দেখান হাজার হাজার আশাকর্মী। ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি নেতৃবৃন্দ। সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে দিল্লি আশা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (দাওয়া ইউনিয়ন)-এর নেতৃত্বে আশাকর্মীদের হরতাল ১৯ দিন ধরে চলছে। বিকাশ ভবনের সামনে ধরনা চলছে লাগাতার। সরকারের কোনও হেলদোল নেই। বধির সরকারের কানে দাবি পৌঁছনোর জন্য আশাকর্মীরা আন্দোলনের রাস্তাই বেছে নিয়েছেন।
বিক্ষোভ সভায় সংগঠনের সম্পাদক ঊষা ঠাকুর, সভাপতি সোনুজি এবং মুখ্য উপদেষ্টা ম্যানেজার চৌরাসিয়া, প্রকাশ দেবী, এআইইউটিইউসি নেতা রমেশ পরাশর প্রমুখ বক্তব্য রাখেন।