এআইকেকেএমএস-এর সর্বভারতীয় কাউন্সিল সভা ৯-১১ সেপ্টেম্বর ঝাড়খন্ডের ঘটশিলায় অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আলোচনা হয় কেন্দে্রর বিজেপি সরকারের কৃষকমারা কৃষিনীতি নিয়ে। আলোচনা হয় বিভিন্ন আঞ্চলিক বুর্জোয়া দল পরিচালিত সরকারের জনবিরোধী নীতি নিয়েও।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এই সব নীতির বিরুদ্ধে দেশব্যাপী শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে। এই উদ্দেশ্যে এআইকেকেএমএস ১ নভেম্বর দিল্লি অভিযানের ডাক দিয়েছে। এ ছাড়াও সংযুক্ত কিসান মোর্চা যে সব কর্মসূচি ঘোষণা করেছে, বিশেষ করে ২৬-২৮ নভেম্বর, বিভিন্ন রাজ্যের রাজধানীতে অবস্থানের কর্মসূচি, তাকেও সর্বাত্মক সফল করার জন্য ব্যাপক কৃষক-খেতমজদুর জমায়েতের জন্য সংগঠনের ২৩টি রাজ্যের রাজ্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়। এআইকেকেএমএস সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের কাছে এই কর্মসূচি সফল করার জন্য সাহায্যের আবেদন করেছে।