Breaking News

দার্জিলিংয়ে সিএমওএইচ অফিস ঘেরাও আশাকর্মীদের

১১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের দার্জিলিং জেলার জিটিএ-ভুক্ত পাহাড়ের পাঁচটি ব্লক নিয়ে সিএমওএইচ অফিস ঘেরাও করা হয়।

আশাকর্মীরা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ কাজের সাথে অতিরিক্ত বহু কাজ প্রায় বিনা পারিশ্রমিকে দিনের পর দিন করে চলেছেন। জিটিএ-র অন্তর্গত পাহাড়ের আশাকর্মীরা ইউনিফর্ম, আইডেন্টিটি কার্ড পর্যন্ত পাননি। তাঁরা ইন্সেন্টিভ ঠিকমতো পাচ্ছেন না, মোবাইল রিচার্জের টাকাও পাচ্ছেন না। দুর্গম পাহাড় অঞ্চলের জন্য আশাকর্মীদের কাজ করতে খুবই অসুবিধা হয়। সেই কারণে জিটিএ-র কাছে মাসিক ১০ হাজার টাকা ফিক্সড করার দাবিও করা হয়। আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, ফিক্সড ভাতা বৃদ্ধি, ইন্সেন্টিভ প্রতি আইটেমে তিনগুণ করা, মোবাইল সহ বিভিন্ন দাবিতে এ দিন ডেপুটেশনও দেওয়া হয়। জেলা আধিকারিকরা ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন, দার্জিলিং জেলা ইনচার্জ নমিতা চক্রবর্তী, এআইইউটিইউসি জেলা সম্পাদক জয় লোধ এবং দিলু গুরুং, নিশা তামাং, সুজাতা খাওয়াস, মমতা রাই, শোভা গুরুং, রিতু রাই, সারিকা রাই সহ পাহাড়ের পাঁচটি ব্লকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এক হাজার আশাকর্মী বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।