সরকারি কর্মীর স্বীকৃতি চাই, বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের

সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্পটি ৪২ বছর অতিক্রম করেছে৷ এতগুলি বছর ধরে এই প্রকল্পের প্রায় ২৮ লক্ষ (বর্তমানে) কর্মী–সহায়িকা অত্যন্ত স্বল্প পারিশ্রমিকে কোটি কোটি শিশু ও মাকে পরিষেবা দিয়ে চলেছেন৷ শিশু ও মায়েদের পুষ্টিবৃদ্ধির কর্মপ্রক্রিয়ায় যুক্ত থাকলেও বাঁচার মতো মজুরি না দেওয়ার কারণে বহু কর্মী–সহায়িকা খাদ্যাভাবে, অপুষ্টিতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন৷ এই পরিস্থিতিতে তাঁরা সরকারি কর্মীর মর্যাদা, মাসিক ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা, অবিলম্বে অবসরকালীন ভাতা, পিএফ, পেনশন, গ্র্যাচুইটি, মেডিকেল লিভ সহ সামাজিক সুরক্ষার দাবিতে এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের আহ্বানে ১৯ ফেব্রুয়ারি কলকাতায় বিক্ষোভ সমাবেশে সামিল হন৷ বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমাবেশে সামিল হন৷ ১৭ জানুয়ারি আশা, মিড–ডে মিল কর্মী সহ সমস্ত স্কিম–ওয়ার্কারদের নিয়ে এই দাবিতে দেশব্যাপী ধর্মঘটেও তাঁরা সামিল হয়েছিলেন৷

সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে বিক্ষোভকারীরা রানি রাসমণি অ্যাভিনিউতে সমবেত হন৷ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন এআইইউটিইউসি–র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ও সংগঠনের সভাপতি কমরেড দিলীপ ভট্টাচার্য৷ প্রধান বক্তা ছিলেন অঙ্গনওয়াড়ি এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি কমরেড অচিন্ত্য সিনহা৷ বক্তব্য রাখেন আহ্বায়ক সংগঠনের সম্পাদিকা মাধবী পণ্ডিত ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ৷ সমাবেশ থেকে মাধবী পণ্ডিতের নেতৃত্বে ৫ সদস্যের এক প্রতিনিধি দল এবং এআইইউটিইউসি–র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ঋতুপর্ণা মহাপাত্রের নেতৃত্বে ৫ সদস্যের অন্য একটি প্রতিনিধি দল যথাক্রমে রাজ্যপাল এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রীকে স্মারকলিপি দেন৷