Breaking News

সার্ভিস ডক্টরস ফোরামের রাজ্য সম্মেলনে উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবি

সার্ভিস ডক্টরস ফোরামের দ্বাদশ রাজ্য সম্মেলন ১৭ জুন অনুষ্ঠিত হল কলকাতার মৌলালি যুবকেন্দ্রে। সম্মেলনে রাজ্যের দুই শতাধিক সরকারি চিকিৎসক অংশ নেন। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল, জনস্বাস্থ্য আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব ডাঃ অশোক সামন্ত, ডাঃ বিজ্ঞান বেরা প্রমুখ।

বক্তারা চিকিৎসকদের বদলি-পদোন্নতি-পোস্টিং নিয়ে যে সীমাহীন দুর্নীতি চলছে তার বিরুদ্ধে সরব হন। কাজের জায়গায় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে উপযুক্ত ব্যবস্থা ও গ্রুপ-ডি, সুইপার সহ ডাক্তার নার্সদের সমস্ত শূন্যপদে স্থায়ী নিয়োগের দাবিতে বক্তারা সোচ্চার হন। উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার দাবি জানানো হয়। ডিএ সহ বিভিন্ন অর্থনৈতিক বঞ্চনার বিরুদ্ধেও সম্মেলনে বক্তারা সোচ্চার হন।

সম্মেলনে ইএনটি অপারেশনে বিশেষ যন্ত্র আবিষ্কারের জন্য অধ্যাপক ডাঃ সুদীপ দাসকে সংবর্ধনা দেওয়া হয়। বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ দুর্গাপ্রসাদ চক্রবর্তীকে সভাপতি, ডাঃ সজল বিশ্বাসকে সাধারণ সম্পাদক, ডাঃ স্বপন বিশ্বাসকে কোষাধ্যক্ষ করে পঁচাশি জনের শক্তিশালী রাজ্য কমিটি গঠিত হয়।