দাবি আদায়ে পরিচারিকারা আন্দোলনে

৫ জুন সারা বাংলা পরিচারিকা সমিতির এগরা শাখার উদ্যোগে এসডিও অফিসে বিভিন্ন দাবিতে বিক্ষোভ ডেপুটেশন হয়। বহু অসহায় দরিদ্র দুঃস্থ মহিলা পরিচারিকার কাজ করে কোনও রকমে সংসার প্রতিপালন করেন। তাঁদের স্বামীরা অনেকেই মদে আসক্ত। পরিবারগুলিতে অশান্তি দিনের পর দিন বাড়ছে। রেশনে যতটুকু চাল পেত সরকার তাও কমিয়ে দিয়েছে।

পরিচারিকা সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রেশনে চাল, আটার পরিমাণ বাড়াতে হবে, গম সরবরাহ করতে হবে। মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ করতে হবে এবং পরিচারিকাদের শ্রমিকের স্বীকৃতি সহ সপ্তাহে একদিন ছুটি, বেতন বৃদ্ধি করতে হবে। অসহায় দুঃস্থ পরিবারগুলিকে অন্ত্যোদয় কার্ড দিতে হবে। এই সমস্ত দাবিতে মহকুমা শাসকের কাছে দাবিপত্র দেওয়া হয়। মহকুমা শাসক দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন। তিনি রেশন কার্ডের অব্যবস্থা দূর করার জন্য খোঁজ নেবেন বলেছেন। শেষে এগরা শহরে একটি সুসজ্জিত মিছিল হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলানেত্রী অসীমা পাহাড়ি, এগরা শাখার পক্ষে সবিতা দাস, স্বপ্না মাইতি, মিনা সাউ, মর্জিনা বিবি প্রমুখ।