প্রাথমিক শিক্ষকদের চাকরি খারিজ সংক্রান্ত হাইকোর্টের রায় সম্পর্কে এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১৯ মে এক বিবৃতিতে বলেন, নিয়োগ দুর্নীতির প্রশ্ন ছাড়াও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি খারিজের সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিয়েছে। ফলে আপাতত তাঁরা সেপ্টেম্বর পর্যন্ত স্বস্তি পেয়েছেন। কিন্তু এই শিক্ষকদের সামাজিকভাবে বারবার যে অবমাননার শিকার হতে হচ্ছে তার জন্য প্রাথমিক শিক্ষা বোর্ড তথা রাজ্য সরকার দায়ী।
এসইউসিআই(সি)-র দাবি, যাঁরা নিজ যোগ্যতায়় চাকরি পেয়েছেন তাঁদের চাকরি রক্ষার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। অন্য দিকে যে সব যোগ্য প্রার্থীরা মাসের পর মাস রাস্তায় বসে আছেন তাঁদের দ্রুত চাকরির ব্যবস্থা করতে হবে।