Breaking News

মে দিবস উদযাপনে পরিচারিকারা

রাজ্যের বিভিন্ন প্রান্তে এবার যথাযোগ্য মর্যাদায় মে দিবস তথা শ্রমিক-সংহতি দিবস উদযাপন করলেন পরিচারিকা কর্মীরা। কোথাও সারা বাংলা পরিচারিকা সমিতির নিজস্ব উদ্যোগে এই দিনটি পালিত হয়, আবার কোথাও মহিলা সংগঠন এআইএমএসএস বা শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র উদ্যোগে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে পরিচারিকারা অংশ নেন।

পশ্চিম মেদিনীপুর জেলায় সারা বাংলা পরিচারিকা সমিতির খড়গপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে দিনটি পালিত হয় খড়গপুরে (ছবি)। শহিদ বেদিতে মাল্যদান, সঙ্গীত পরিবেশন এবং মে দিবসের ইতিহাস, তাৎপর্য ও বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই দিনটির আহ্বান নিয়ে আলোচনায় অংশ নেন অংশগ্রহণকারীরা। মূল আলোচনা করেন সমিতির জেলা সম্পাদক জয়শ্রী চক্রবর্তী।

বাঁকুড়ায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মে দিবসের কর্মসূচিতে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জেলা সম্পাদক লক্ষ্মী সরকার। সমিতির উদ্যোগে উদযাপিত মে দিবসে পুরুলিয়ায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক শোভা মাহাত। ঝাড়গ্রাম জেলায় সমিতির উদ্যোগে মে দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সম্পাদক নীতিকণা মাইতি। শিলিগুড়িতে সমিতির উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচি সংগঠিত করেন রূপা মহন্ত।

এর বাইরে মুর্শিদাবাদের বহরমপুর ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক এলাকায় সমিতির পক্ষ থেকে দিনটি উদযাপিত হয়।

About suphal

Check Also

এক্সিট পোল-শেয়ার কেলেঙ্কারিঃ কেন্দ্রীয় সরকারের কর্তাব্যক্তিরাজড়িত না থাকলে তদন্তে ভয় কেন

তৃতীয় দফায় সরকার গঠনের পর থেকে একের পর এক কেলেঙ্কারির অভিযোগ উঠে চলেছে বিজেপি সরকারের …