70 year 27 Issue, 23 Feb 2018
সকল বেকারের কাজ, কাজ না দেওয়া পর্যন্ত উপযুক্ত বেকারভাতা প্রদান, কেন্দ্র ও রাজ্য সরকারের অধীন সমস্ত শূন্যপদ পূরণ, স্থায়ী কাজে স্থায়ী চাকরি, মদ নিষিদ্ধ করা, অশ্লীল বিজ্ঞাপন–পত্রপত্রি প্রচার বন্ধ করা এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধের দাবিতে ৭ ফেব্রুয়ারি অল ইন্ডিয়া ডি ওয়াই ও–র নদীয়া জেলা কমিটির উদ্যোগে জেলাশাসক দপ্তরের সামনে যুবকরা বিক্ষোভ অবস্থানে সামিল হয়৷ বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় অফিস সম্পাদক কমরেড জ্ঞানতোষ প্রামাণিক৷ তিনি দাবিগুলি নিয়ে সারা ভারত জুড়ে এক কোটি গণস্বাক্ষর সংগ্রহ করে বর্ষশেষে পার্লামেন্ট অভিযান সফল করতে যুবসমাজের কাছে আহ্বান জানান৷
এ ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অঞ্জন মুখার্জী, রাজ্য কমিটির সদস্য পার্থ দে, জেলা সভাপতি কমরেড শীতল দে৷ জেলা সম্পাদক মসিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল জেলাশাসকের অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধির হাতে স্মারকলিপি তুলে দেন৷