এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৩ জানুয়ারি এক বিবৃতিতে বলেন,
আরএসএস-প্রধান তাঁদের মুখপত্রে যে মন্তব্য করেছেন, তা কেবলমাত্র অত্যন্ত নিন্দনীয় তাই নয়, উদ্বেগজনকও বটে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নানা অজুহাতে লাগাতার ভাবে উগ্র হিন্দুত্ববাদী দুষ্কৃতীবাহিনীর আক্রমণ, অবমাননা ও অত্যাচারের শিকার হচ্ছেন, এমনকি প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটছে। এই অবস্থায় আতঙ্কিত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কোথায় তিনি ‘আধিপত্য বিস্তারে’র চিন্তার সন্ধান পেলেন?
এই মন্তব্য একটি উদ্দেশ্যমূলক মিথ্যাভাষণ ছাড়া অন্য কিছু নয়। শুধু তাই নয়, এর দ্বারা তিনি সাম্প্রদায়িক হিংসার মানসিকতা প্রসারে আরও উস্কানি দিয়েছেন, ‘মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের ন্যায় যুদ্ধ’ হিসাবে তার সমর্থনে যুক্তি সাজানোর অপচেষ্টা করেছেন।
এই ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।