অন্ধ্রপ্রদেশে এআইডিএসও রাজ্য সম্মেলন

জাতীয় শিক্ষানীতি প্রতিরোধ, শিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণ রোধ, সবার জন্য শিক্ষা সহ শিক্ষার নানা দাবিতে ১৭-১৮ ডিসেম্বর এ আই ডি এস ও-র অন্ধ্রপ্রদেশ সপ্তম রাজ্য ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হল তিরুপতিতে। সম্মেলনে ২৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। নালসার আইন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মুরলী কারনাম, সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড ভি এন আর শেখর এবং সাধারণ সম্পাদক কমরেড সৌরভ ঘোষ, এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক কমরেড বি এস অমরনাথ, সেভ এডুকেশন কমিটির রাজ্য সম্পাদক এস গোবিন্দ রাজালু, এআইডিএসও-র রাজ্য নেতা কমরেড আর গঙ্গাধর, কমরেড অজয় কামাথ এবং এ সত্যনারায়ণ সম্মেলনে বক্তব্য রাখেন। কমরেড ভি হরিশ কুমার রেড্ডিকে সভাপতি এবং কমরেড ই মহেশকে সম্পাদক করে ৪০ জনের রাজ্য কমিটি নির্বাচিত হয়।