জলপাইগুড়ি শহরের বালাপাড়া এলাকায় ৩১ ডিসেম্বর দশম শ্রেণির এক ছাত্রীকে ৫ দুষ্কৃতী ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করে। এর প্রতিবাদে ২ জানুয়ারি এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস-এর পক্ষ থেকে কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখানো হয় ও আইসি-র কাছে ডেপুটেশন দেওয়া হয়। এরপর শহর জুড়ে বিক্ষোভ মিছিল হয়।
নেতৃত্ব দেন এ আই ডি ওয়াই ও-র জেলা সম্পাদক সুজয় লোধ, এ আই ডি এস ও-র জেলা সম্পাদক শ্যামল দাস। কদমতলা মোড়ের পথসভায় বক্তব্য রাখেন এ আই এম এস এস-এর জেলানেত্রী ঝর্ণা রায়। নেতৃবৃন্দ বলেন, মদ এবং মাদকের প্রসারেই নারী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।