জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী জেনারেল ডায়ার-কে ওই ঘটনার প্রতিবাদস্বরূপ ইংল্যান্ডে গিয়ে হত্যা করেছিলেন বিপ্লবী উধম সিং।
স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার এই বিপ্লবীর ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এআইডিএসও-র পাঞ্জাব ইউনিটের পক্ষ থেকে ‘পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়ের’ পাটিয়ালা ক্যাম্পাসে ২৩ ডিসেম্বর শহিদ উধম সিংয়ের জীবনসংগ্রামের নানা ছবি সংবলিত প্রদর্শনী ও একটি বুকস্টলের আয়োজন করা হয়। উধম সিংয়ের ছবিতে সংগঠনের পাঞ্জাব ইউনিটের আহ্বায়ক কমরেড শিবাশীষ প্রহরাজের মাল্যদানের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সেখানে জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগৃহীত হয়। ছাত্রছাত্রীরা সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানস্থলে রাখা দাবি-ব্যানারে স্বাক্ষর দেন। এই স্বাক্ষর সহ পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে সংগৃহীত স্বাক্ষর নিয়ে ২৪ ডিসেম্বর চণ্ডীগড়ে পাঞ্জাবের রাজ্যপালকে স্মারকলিপি দেওয়া হয়।