কৃষক–বিরোধী সরকারি নীতি ও বিদ্যুৎ আইন সংশোধনী বিল–২০২২ প্রতিরোধে এবং নারায়ণপুরা চিনি কারখানা আবার চালু করার দাবিতে মধ্যপ্রদেশের গুনায় ২৪ নভেম্বর অনুষ্ঠিত হল এআইকেকেএমএস–এর প্রথম মধ্যপ্রদেশ রাজ্য সম্মেলন৷ সম্মেলনে গুনা ছাড়াও অশোকনগর, দেবাস, গোয়ালিয়র, সাগর, ইন্দোর, ভোপাল, রায়সেন, শিবপুরী প্রভৃতি জেলা থেকে কৃষক প্রতিনিধিরা অংশ নেন৷
কৃষক–শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা অর্পণের মধ্য দিয়ে সম্মেলনের প্রকাশ্য অধিবেশন শুরু হয়৷ উদ্বোধনী ভাষণ দেন এআইকেকেএমএস নেতা মনীশ শ্রীবাস্তব৷ বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের কৃষক–নেতা শৈলেন্দ্র কুমার৷ প্রতিনিধি অধিবেশনে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক শঙ্কর ঘোষ৷ উপস্থিত ছিলেন এস ইউ সি আই (সি)–র মধ্যপ্রদেশ রাজ্য কমিটির সদস্য প্রদীপ আর বি৷ সভাপতিত্ব করেন উমাপ্রসাদ বিশ্বাস৷ সম্মেলন থেকে উমাপ্রসাদ বিশ্বাসকে সভাপতি ও মনীশ শ্রীবাস্তবকে রাজ্য সম্পাদক করে সংগঠনের রাজ্য কমিটি গঠিত হয়৷