Breaking News

ডেঙ্গু রোধের দাবিতে আন্দোলন

ডেঙ্গু প্রতিরোধে দ্রুততার সাথে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, জীবনদায়ী ৮০০টি ওষুধের অস্বাভাবিক দামবৃদ্ধি প্রতিরোধ, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ ছাঁটাই বন্ধের সিদ্ধান্ত বাতিল, বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা সহ জেলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালের শূন্যপদে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবিতে ১৫ সেপ্টেম্বর সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা হাসপাতালের সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন ডাঃ সন্তোষ মাইতি, ডাঃ জয়দেব ঘড়া, ডাঃ রামচন্দ্র সাঁতরা, দীপক জানা, নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ। এই দাবিতে তমলুক হাসপাতাল মোড়ে বিক্ষোভ অবস্থান ও মিছিল হয়। শতাধিক নাগরিক এই কর্মসূচিতে যোগ দেন।

বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কনভেনর ডাঃ বিশ্বনাথ পড়িয়া ও অন্যান্য নেতৃবৃন্দ। পরিচালনা করেন সংগঠনের জেলা আহ্বায়ক প্রণব মাইতি।