অঙ্গনওয়াড়ি কর্মীরা গত ২৯ ডিসেম্বর থেকে ১১৮ দিন ধর্মঘট চালিয়ে হরিয়ানার বিজেপি সরকারকে বাধ্য করে তাঁদের অধিকাংশ দাবি মেনে নিতে। এখন সেখানকার বিজেপি সরকার প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁদের ধর্মঘটের সময়কালীন প্রাপ্য ভাতার ২৫ থেকে ৭৫ শতাংশ কেটে নিচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে এআইইউটিইউসি-র হরিয়ানা রাজ্য সভাপতি কমরেড রাজেন্দ্র সিং এবং সম্পাদক কমরেড হরিপ্রকাশ ২৩ জুন এক বিবৃতিতে বলেন, চুক্তি অনুসারে অঙ্গনওয়াড়ি কর্মীরা ধর্মঘটের সময়ের সমস্ত বকেয়া কাজ করে দিয়েছেন। অথচ সরকার চুক্তিভঙ্গ করে কর্মীদের বেতন যথেচ্ছ ভাবে কেটে নিচ্ছে, ছাঁটাই কর্মীদের ফিরিয়ে নেওয়া ও ধর্মঘটের জন্য দায়ের করা মামলা প্রত্যাহার করছে না। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে বকেয়া ভাতা প্রদান, ছাঁটাই কর্মীদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।