মধ্যপ্রদেশের বিজেপি সরকারের কল্যাণে বিদ্যুৎ গ্রাহকরা তীব্র গরমের মধ্যে ভয়াবহ দুর্গতির শিকার। কোনও নোটিশ না দিয়েই যথেচ্ছ লোডশেডিং সে রাজ্যে একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ বিদ্যুতের দাম বেড়েই চলেছে। এর বিরুদ্ধে ‘মধ্যপ্রদেশ বিজলি উপভোক্তা ফোরাম’-এর ডাকে বিদ্যুৎ গ্রাহকরা ২৪ মে গুনা শহরে বিদ্যুৎদপ্তরের গেটে প্রবল বিক্ষোভ দেখান। গ্রাহক ফোরামের নেতা মনীশ শ্রীবাস্তব বলেন, সাধারণ গৃহস্থ বাড়িতে হাজার টাকা বিল আসায় কোনও ঘাটতি নেই অথচ শহর জুড়ে যখন তখন দীর্ঘ সময় লোডশেডিং করছে বিদ্যুৎ কোম্পানি। সরকার বিদ্যুতের সমস্ত কাজকে ক্রমাগত আউটসোর্সিং করতে করতে পুরো ব্যবস্থাটাই বেসরকারি মালিকদের হাতে বেচে দিতে চাইছে।
বিক্ষোভে গ্রাহকদের সমর্থনে বক্তব্য রাখেন বিদ্যুৎ কর্মী ইউনিয়নের নেতা নরেন্দ্র ভদোরিয়া। তিনি বেসরকারিকরণের বিরুদ্ধে বিদ্যুৎগ্রাহক ও কর্মীদের একত্রিত হতে আহ্বান করেন। সভা পরিচালনা করেন গ্রাহক ফোরামের নেত্রী সঙ্গীতা আর বি।