এস ইউ সি আই (কমিউনিস্ট) ত্রিপুরা রাজ্য সংগঠনী কমিটি ১০ দিন ধরে রেল পরিষেবা সংক্রান্ত ৭ দফা দাবিপত্রে রেলযাত্রীদের স্বাক্ষর সংগ্রহ করে৷ কয়েক হাজার স্বাক্ষর সংবলিত এই দাবিপত্র আগরতলা স্টেশন ম্যানেজারের মাধ্যমে এন এফ রেলের জেনারেল ম্যানেজারের উদ্দেশে ৮ জানুয়ারি পাঠানো হয়৷ প্রতিদিন আগরতলা–গৌহাটি নাইট এক্সপ্রেস ট্রেন চালু, ট্রেনের কামরা ও বাথরুমগুলি পরিষ্কার রাখা ও পর্যাপ্ত জলের ব্যবস্থা করা৷ কাঞ্চনজঙঘা ও ত্রিপুরেশ্বরী এক্সপ্রেসে প্যান্ট্রিকারের ব্যবস্থা, আগরতলা–যোগেন্দ্র নগর–ধর্মনগর স্টেশনে টিকিট কাউন্টার বাড়ানো এবং নালাকাট এস কে পারা, জহরনগর স্টেশনে টিকিট কাউন্টার খোলা, ডিএমইউ ইঞ্জিনের সাহায্যে লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি, ফ্যান ও মোবাইল চার্জ পয়েন্টগুলি মেরামত করা এবং সাব্রুম পর্যন্ত রেলের কাজ দ্রুত সম্পন্ন করা প্রভৃতি দাবিতে ছিল এই কর্মসূচি৷ স্টেশন ম্যানেজার দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে দাবিপত্রটি গৌহাটিতে উচ্চতর কর্তৃপক্ষের নিকট পাঠানোর ব্যবস্থা করেন৷ প্রতিনিধি দলে ছিলেন দলের রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক কমরেড অরুণ ভৌমিক, কমরেডস শিবানী দাস, সুব্রত চক্রবর্তী, সঞ্জয় চৌধুরী৷ পরে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কমরেড অরুণ ভৌমিক৷