Breaking News

স্কুল বন্ধের সিদ্ধান্ত শিক্ষার অধিকার আইন বিরোধী

কলকাতায় জি ডি বিড়লা, অশোক হল সহ তিনটি বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য ৯ এপ্রিল বলেন, করোনা পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে স্কুল কর্তৃপক্ষ তা শুধু অমান্য করেছে তাই নয়, রাইট টু এডুকেশন অ্যাক্ট ২০০৯-কেও লঙ্ঘন করেছে। এই আইনে ফি বৃদ্ধি বা অন্য কোনও কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বলা হয়েছে। ছাত্রছাত্রীদের রেজাল্ট না দিয়ে, পরবর্তী শ্রেণিতে পড়তে না দিয়ে কর্তৃপক্ষ আইনবিরোধী কাজ করেছে। আইন যারা মানছে না, তারাই ছাত্র-অভিভাবকদের আন্দোলনে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে বলে শোরগোল তুলছে। স্কুল খোলার নোটিশে তারা জানিয়েছে, যারা স্কুল কর্তৃক ধার্য ফি (হাইকোর্ট নয়) দিয়েছে তারাই ক্লাস করার অনুমতি পাবে।

তিনি বলেন, বেসরকারি স্কুলগুলো এত সাহস পায় কোথা থেকে। এই ঘটনা দেখাচ্ছে, রাজ্যে বেসরকারি স্কুলের এই দৌরাত্ম্য রুখতে আইন প্রণয়ন ও রেগুলেটরি বডি তৈরি করা অত্যন্ত প্রয়োজন। রাজ্য শিক্ষা দপ্তরের উচিত স্কুলগুলোর বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। এই অচলাবস্থা দূর করা এবং অবিলম্বে সমস্ত ছাত্রছাত্রীর জন্য স্কুল খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রীর দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

গণদাবী ৭৪ বর্ষ ৩৪ সংখ্যা ১৫ এপ্রিল ২০২২