Breaking News

মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ

কেন্দ্র-রাজ্য সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত মিড ডে মিল প্রকল্পের কর্মীরা চরম বঞ্চনার শিকার। তাদের ভাতা মাসে মাত্র ১৫০০ টাকা। এই টাকা মেলে বছরে মাত্র ১০ মাস। মিড ডে মিল কর্মীদের কোনও রকম সামাজিক সুরক্ষা, পিএফ, পেনশন বা অবসরকালীন ভাতা দেওয়া হয় না। ‘সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন’-এর পক্ষ থেকে বহুবার কেন্দ্র ও রাজ্য সরকারকে এই দুরবস্থার কথা জানানো হলেও সরকার কোনও সুরাহা করেনি।

এই বঞ্চনার বিরুদ্ধে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের উলুবেড়িয়া পৌরসভা শাখা কমিটির উদ্যোগে, বিশেষত দীর্ঘ ৬ মাস মিড ডে মিল কর্মীদের বেতন না দেওয়ার প্রতিবাদে ৬ এপ্রিল মহকুমা অফিসে বিক্ষোভ দেখানো হয়। নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা সম্পাদিকা সাগরিকা বর্মন, মিনতি সিং ও রুনু সিং।

গণদাবী ৭৪ বর্ষ ৩৪ সংখ্যা ১৫ এপ্রিল ২০২২