Breaking News

কেরালায় উচ্ছেদ বিরোধী আন্দোলনে সিপিএম সরকারের হামলা

কে-রেল প্রকল্পের নামে বিপুল উচ্ছেদের প্রতিবাদে গণআন্দোলনে হামলা চালাল কেরালার সিপিএম সরকার। কেরালার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই প্রকল্পের জন্য হাজার হাজার মানুষ উচ্ছেদের মুখে। সাধারণ মানুষ উচ্ছেদবিরোধী কমিটি গঠন করে এর বিরুদ্ধে আন্দোলনে সামিল। ১৭ মার্চ কোট্টায়াম জেলার চেঙ্গানাসেরিতে কর্তৃপক্ষ পুলিশ নিয়ে সার্ভে করতে গেলে স্থানীয় মানুষ তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। পুলিশ তাদের উপর বর্বর হামলা চালায়। এসইউসিআই(সি) কোট্টায়াম জেলা সম্পাদক মিনি কে ফিলিপ (ছবি) সহ ৩৩ জন আন্দোলনকারীকে পুলিশ গ্রেপ্তার করে এবং জোর করে সার্ভে-শিলা পোঁতে। পরে সাধারণ মানুষ সে সব তুলে ফেলে দেয়। জনগণের আন্দোলন দমনে বাংলার সিপিএম সিঙ্গুর-নন্দীগ্রামে যে বর্বর পথ নিয়েছিল, এ রাজ্যের তৃণমূল সরকার ডেউচা-পাঁচামিতে আদিবাসীদের বিক্ষোভ আন্দোলনে কিছুদিন আগে যেভাবে পুলিশি হামলা চালিয়েছে, কেরালা সিপিএম সেই পথই অনুসরণ করছে। শাসন ক্ষমতায় থাকলে জনস্বার্থ দুপায়ে পিষে মারতে এদের সকলের ভূমিকা একই।