৪ জানুয়ারি পিনকন চিটফান্ডের চার শতাধিক এজেন্ট ও আমানতকারী অল বেঙ্গল চিট ফান্ড এজেন্ট অ্যান্ড ডিপোজিটরস ফোরামের নেতৃত্বে পূর্ব মেদিনীপুরের তমলুক কোর্ট চত্ত্বরে প্রবল বিক্ষোভ প্রদর্শন করেন৷ তাঁরা পিনকন কর্তা মনোরঞ্জন রায়ের কঠোর শাস্তি এবং তার স্থাবর–স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে আমানতকারী ও এজেন্টদের সমস্ত টাকা ফেরত দেওয়ার দাবি জানান৷ উল্লেখ্য, মনোরঞ্জন রায়কে চিটফান্ডের একটি মামলায় মহারাষ্ট্র সরকার গ্রেপ্তার করে৷ তমলুক কোর্টে অপর একটি মামলায় তাকে আনা হয়েছে এই সংবাদ পেয়ে এজেন্ট ও আমানতকারীরা বিক্ষোভ দেখায়৷ সংগঠনের জেলা সভাপতি প্রদীপ দাস বলেন, অন্যান্য চিটফান্ড বন্ধ হলেও পিনকন সংস্থা গোপনে টাকা তোলা বন্ধ করেনি৷ সরকারি নেতা–মন্ত্রীদের মদতে টাকা তোলা চালিয়ে গেছে৷